
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নন এমপিও স্কুল/কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রনোদনা বিল বিতরণ করা হয়েছে।
রোববার (৫জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিসার শাকেরিনা বেগম জানান, ১৩৭ জন স্কুল/কলেজের শিক্ষক ও ৪২ জন কর্মচারীসহ মোট ১৭৯ জনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ৭ লক্ষ ৯০ হাজার টাকা প্রনোদনা বিল বিতরণ করা হয়।