আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নদীর পানিতে ডুবে রাবেয়া খাতুন (১১) নামে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খানাবাড়ী এলাকায়। থানা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের তছলিম উদ্দিনের কন্যা সোনারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন সোমবার সকাল ১০ টায় এলাকার ৪/৫জন শিশুসহ শাহ কলোন্দার মাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে গোছল করতে যায়। এ সময় মনিরা নামে এক শিশুসহ রাবেয়া পানিতে ডুবে যায়। এলাকাবাসী মনিরাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে। কিন্তু রাবেয়াকে খুঁজে পাওয়া যায়নি, নদীর শ্রতে ভেসে যায়। প্রায় ১ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে ঈদগাহ ময়দান সংলগ্ন নদীতে বাঁশের খুঁটিতে আটকে থাকা অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ডোমার থানার এসআই কমলেশ চন্দ্র বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতাহাল করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমার শিশু রাবেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।