
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জেল হত্যা দিবসে অনুপ্রবেশকারী, স্বাধীনতা বিরোধী, ফ্রিডমপার্টি ও চাঁদাবাজদের বহিস্কারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩নভেম্বর) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মনছুর আলী, জেলা কমিটির সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির দুলু, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিফ আহম্মেদ সোহাগ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায় প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাতি এমদাদুল হক মাসুম।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান এবং তিনি নিজে ফ্রিডমপার্টির নেতা ছিলেন, জননেত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানে তাকে আ’লীগের পদ থেকে বহিস্কারের জোর দাবি জানান।