ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ছিনতাই মামলার আসামী হাচান আলী (৩০) আদালতে জামিন নিতে গিয়ে আটক হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০/০৯/২০ তারিখ সন্ধ্যায় ডোমার কলেজপাড়া এলাকার নুর ইসলামের ছেলে আল-বারাকা ইসলামী বীমা পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মমিনুল ইসলাম লিথু বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজারে মারধরের শিকার হয়। যার কারণে লিথু ওই এলাকার ৬ জনের বিরুদ্ধে নীলফামারীর ডোমার বিজ্ঞ আমলী আদালতে ছিনতাই মামলা নং- ৫০/২০, তারিখ- ১১/১০/২০২০ দায়ের করেন। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) উক্ত মামলার ৫ জন আসামী নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবির এর আদালতে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক ৪ জনের আবেদন মঞ্জুর করেন এবং ওই মামলার ৩ নং আসামী বটতলী বুড়ারডোবা এলাকার মোশারফ আলীর ছেলে হাচান আলী (৩০) এর জামিন নামঞ্জুর করে, আটক দেখিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন।
উল্লেখ্য, উক্ত মামলার ১নং আসামী আফজাল হোসেন নেন্দর ছেলে রবিউল ইসলাম (২৮) পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি সূত্র।