
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ডিসেম্বর) বিকাল ৩টায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, ডোমার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুল হক দুলার প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা দেখতে আসা লাখো মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ক- গ্রুপে প্রথম হয়েছেন, মহসিন, রংপুর। দ্বিতীয় মিল্টন, বোদা। খ- গ্রুপে প্রথম লিটন, নীলফামারী। দ্বিতীয় শাহাদাত, পঞ্চগড়। গ- গ্রুপে প্রথম আইনাল, বোদা। দ্বিতীয় বাবু ডাক্তার, হরিণচড়া। ঘ- গ্রুপে প্রথম হয়েছেন বেলাল, ডোমার ও দ্বিতীয় হয়েছে মিঠুন, নওগাঁ। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়।