
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“আসুন,জতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানব বন্ধনে অংশ নেয়। ঘন্টাব্যাপি মানব বন্ধনের পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাকির প্রধানের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। বিশেষ অতিথি হিসেবে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল, সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, ডা. ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।