
আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য এনায়েত হোসেন নয়ন, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুম। দেশ ও জাতির মঙ্গল কামনা মাহফিলে দোয়া পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাহমুদ বীন আলম।