
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলার ভিক্টিমকে উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী সরকার পাড়া গ্রামের এক কৃষকের কন্যা। কেতকীবাড়ী আফগ্রেট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী (১৩) কে ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে জোবায়েদুল ইসলাম শাকিল (৩২) প্রায় সময় স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দিতো। স্কুল ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায়, শাকিল ক্ষিপ্ত হয়ে উঠে। যার কারণে শাকিল ও তার সহযোগী মিলে গত ২৮অক্টোবর রাতে ফোনে কৌশলে স্কুল ছাত্রীকে বাড়ীর বাহিরে ডেকে নিয়ে এসে অপহরণ করে নিয়ে যায়। ডিমলা এলাকায় এক বাড়ীতে রেখে গত ৬দিন ধরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ডোমার থানায় ৩জনকে আসামী করে ৭/৯ (১)/৩০ ধারায় অপহরণ ও ধর্ষণ মামলা নং-০৪, তারিখ-০৩/১১/১৯ দায়ের করে। রবিবার (৩নভেম্বর) দুপুরে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে একদল পুলিশ ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার একটি বাড়ী থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিক্টিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জেলায় পাঠানো হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।