
সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।। দীর্ঘ প্রতীক্ষার পর নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে অপারেশন থিয়েটার।বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এছাড়াও আবাসিক মেডিকেল অফিসার কুঞ্জকলি,ডা. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স উপস্থিত ছিলেন।প্রথমদিনে খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী (টুনিরহাট)গ্রামের তানিয়া আক্তারকে সিজারিয়ান(সিজার) অপারেশনের মাধ্যমে এটির কার্যক্রম চালু হয়।সিজারিয়ানের ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম নেয়।