মো. মেহেদী হাসান ফারুক টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে নীলসাগর, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস এই তিনটি ট্রেন স্টপেজ দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এটা ব্যতিরিকেও মির্জাপুর স্টেশনে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস এবং জয়দেবপুর স্টেশনে দ্রুতযান ও চিত্রা এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে না। এতে করে টাংগাইলবাসীর যোগাযোগের ক্ষেত্রে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ ট্রেনে যাতায়াতের একটা সুবিধা সেটা হলো যানজটে পড়তে হয় না। এজন্য শুধু টাংগাইলবাসী নয় সমগ্র বাংলাদেশের মানুষ যানজটের মোকাবেলা অপসারণ করতে ট্রেনে যাতায়াতকে অনেকটা কমফোর্ট ফিল করেন। কিন্তু টাংগাইলে যে তিনটি রেল স্টপেজ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ তাতে করে নগরবাসীর জন্য একটা বিশেষ দুঃসংবাদ। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোড়ালো প্রতিবাদ জানাচ্ছেন টাঙ্গাইলের সাধারণ জনগণ। সামজিক যোগাযোগ মাধ্যমে টাংগাইলবাসী রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাহরের জন্য জেলার জন-প্রতিনিধি ও বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন। অন্যথায় টাংগাইল জেলার জনগণ রেলপথ অবরোধসহ ব্যাপক কর্মসূচির দিকে যাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন। আগামী ১০ই জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে । তবে কি কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। এছাড়াও মির্জাপুর স্টেশনে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস এবং জয়দেবপুর স্টেশনে দ্রুতযান ও চিত্রা এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে সকাল ছয়টার সময় ধূমকেতুর পর সকাল সোয়া ১০টায় টাঙ্গাইলে আসার ট্রেন পাওয়া যাবে। বিকেলে ঢাকা যাওয়ার জন্য পাওয়া যাবে শুধু দ্রুতযান এক্সপ্রেস। টাঙ্গাইল থেকে ইশ্বরদী, যশোর, কুষ্টিয়া, খুলনাগামী কোনও ট্রেন থাকবে না। এছাড়াও সৈয়দপুর, নীলফামারী, চিলাহাটিগামী কোনও ট্রেনও টাঙ্গাইলে যাত্রাবিরতি করবে না। এদিকে রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হবে টাঙ্গাইলের রেল যাত্রীদের। তাদের নির্ভর করতে হবে বাসের ওপর। এতে যে সমস্ত যাত্রীরা ট্রেনে ভ্রমণ স্বাচ্ছন্দ্যবোধ করতেন তাদের এ সিদ্ধান্ত চরম ভোগান্তির সৃষ্টি করবে।