
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনার প্রভাবে মহা বিপাকে পড়ে জেলা প্রশাসক বরাবর ঝিনাইদহ সদর হিজড়া জনগোষ্ঠী জরুরি ত্রাণের জন্য আবেদন করেছেন। আবেদন পত্রানুযায়ী ঝিনাইদহ সদর হিজড়া জনগোষ্ঠী সম্প্রদায়ের গুরু বর্ষা হিজড়া বলেন, আমরা বিভিন্ন এলাকায় গিয়ে নাচগান পরিবেশন করে জীবিকা অর্জন করে থাকি। বর্তমানে আমরা ঝিনাইদহে ৫৩জন হিজড়া খুবই মানবেতর জীবনযাপন করছি। দেশের এ সংকটময় পরিস্থিতিতে আমাদের দিন অনাহারে, অর্ধাহারে, অতিবাহিত হচ্ছে। ঝিনাইদহ সদরে এই ৫৩জন হিজড়ার সাহায্য দিতে আপনার একান্ত মর্জি হয়। জেলা প্রশাসক মহোদয়ের নিকট আকুল আবেদন আমাদের ৫৩জন হিজড়ার সাহায্য দানে বাধিত করবেন মর্মে আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহ সদর হিজড়া জনগোষ্ঠীরা ঝিনাইদহ প্রেসক্লাব বরাবরও জরুরি ত্রাণের জন্য আবেদন করেছেন।