
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে ও নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের জন্য সরকারের ২০২১ রূপকল্প অর্জনের লক্ষে দেশের বিভিন্ন জেলার মত ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্টদের মাঝে নতুন ৬টি মোটরসাইকেল প্রদান করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী জানান, জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম)এর নির্দেশ মোতাবেক রোববার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস্ মাঠে জেলার ৬ জন ট্রাফিক সার্জেন্টের মাঝে মোটরসাইকেল প্রদান করেন । তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলাকে যানজট মুক্ত ও দুর্ঘটনা রোধে নতুন এই যানবাহন অগ্রণী ভুমিকা রাখবে। যাতে করে জেলার ট্রাফিক সেবা অতি সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে।