
ঝিনাইদহ প্রতিনিধি :
আগামি ১৫ই আগস্ট পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি নিতে ঝিনাইদহের সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উত্তর নারায়নপুর ত্রিমহনী অস্থায়ী কার্যালয়ে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজমুল হক তুর্পি, গাজী আবদুল হালিম, মোকলেছুর রহমান শিলু, শাহাদাত হোসেন সদা, জহর মিয়া,দিলীপ কুমার,আকবার হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম উজ্জ্বল,সাধারণ সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলু করিম, যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী শাহীন রেজা সাঈদ। মহামারী করোনা ভাইরাস এর কারণে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।