crimepatrol24
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ঝিনাইগাতী সীমান্ত মডেল কলেজের সাবেক সভাপতির বিরুদ্ধে ব্যাপক দু’র্নীতি, স্বে’চ্ছাচারিতা ও অ’নিয়মের অভিযোগ 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

একই পরিবারে ৯ জনকে নিয়োগ!

 

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার  ঝিনাইগাতী উপজেলার সীমান্ত মডেল কলেজের সাবেক সভাপতি ও নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দু’র্নীতি ও অ’নিয়মের অভিযোগ পাওয়া গেছে। তার স্বে’চ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য আর ক্ষমতার দাপটে কলেজটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও এমপি’র সাথে সখ্যতা ও ক্ষমতার অ’পব্যবহার করে মোটা অংকের নিয়োগ বাণিজ্যে এবং পারিবারিকভাবে বিভিন্ন পদে ভাই-বোনসহ ৯জনকে নিয়োগ, জোরপূর্বক নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহিনুর ইসলামকে পদত্যাগে বাধ্য করারও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এর দপ্তরে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সীমান্তবর্তী এলাকায় অনগ্রসর নাগরিকদের মাঝে উচ্চ শিক্ষা ছড়িয়ে দিতে  সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে ভারুয়া গ্রামে সীমান্ত মডেল কলেজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ফলে একই এলাকার মো. মজিবুর রহমান তার নামীয় এক একর জমি ৬ লক্ষ টাকার বিনিময়ে  কলেজের নামে লিখে দেন। সেইসাথে তিনি ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি পদ বাগিয়ে নেন। এছাড়াও বাগিয়ে নেন এক ভাই ও এক বোনের চাকুরিসহ আরো একজন শিক্ষকের। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনি সভাপতির পদে বহাল থেকে ক্ষমতার দা’পট দেখিয়ে কলেজটিকে এমপিওভুক্ত করার নাম করে এবং বিভিন্ন শিক্ষক কর্মচারীদের নিয়োগ বাবদ হাতিয়ে নেন মোট ৪৫ লক্ষ টাকা যা তিনি ব্যক্তিগতভাবে ভোগ করেন। সভাপতির এসব অনৈতিক বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম প্রতিবাদ করায় ২০২৩ সালের ২৫ জুন মো. শাহিনুর ইসলামকে উক্ত কলেজ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে কলেজ থেকে বের করে দেন।

এর আগে উক্ত কলেজের সকল নিয়োগপ্রাপ্ত প্রভাষক ও কর্মচারীদের জি’ম্মি করে তাদেরকে চাকুরিচ্যুতির হু’মকি দিয়ে ২০২৩ সালের ২১জুন অধ্যক্ষ মো. শাহিনুর ইসলামের বিরুদ্ধে মনগড়া নানা অনিয়মের কথা উল্লেখ করে অনাস্থাপত্রে স্বাক্ষর নেয়।

শুধু তাই নয়, ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে উপজেলা, জেলা ও ব্যানবেইজে পাঠানো ২০ জন শিক্ষক কর্মচারীর নাম ও পদবি ঠিক থাকলেও  ২০২৩ সালের ২৩ জন শিক্ষক কর্মচারীর নাম বেনবেইজে পাঠানো হয়। এতে পূর্বের কর্মরত ৬জন শিক্ষক কর্মচারীকে বাদ দিয়ে সভাপতির এক ভাই, এক বোন, মেয়ের জামাই, ঝিয়েরী, ঝিয়েরীর জামাই, পুত্রা ও ভাগিনাসহ ৯ জনকে যুক্ত করে শিক্ষক কর্মচারীর বেইবেইজ জরিপে পাঠানো হয়। এতে পূর্বের নিয়োগকৃত ৬জন শিক্ষক ও কর্মচারীকে বাদ দিয়ে মোটা অংকের বাণিজ্য করে নিয়োগ প্রদান করেন।

এতে ফুঁসে ওঠে বঞ্চিত শিক্ষক ও কর্মচারীরা। এদিকে আত্মীয়তার সম্পর্কের কারণে সভাপতির মেয়ের জামাই অফিস সহকারী সাজেদুল ইসলাম কলেজের কোনো দায়িত্ব পালন না করে গত প্রায় ৬/৭ বছর ধরে সিঙ্গাপুরে চাকুরি করছে। আরেক মেয়ের জামাই মুক্তার হোসেন প্রধান অফিস সহকারী পদে থেকেও  অফিস না করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে আসছে। সভাপতির ছোট ভাই ও অফিস সহকারী আতিকুর রহমান প্রতিষ্ঠানে না গিয়ে নিজ মুদি দোকান পরিচালনায় ব্যস্ত। সবমিলিয়ে সভাপতি মো. মজিবুর রহমানের সেচ্চাচারিতা ও নিয়োগ বাণিজ্যের ফলে সীমান্ত মডেল কলেজটির একদিকে যেমন দাপ্তরিক কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে অপরদিকে একই পরিবারের ৯ জন আত্মীয়-স্বজন নিয়োগ পাওয়াতে কলেজটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পরবর্তীতে ২০২৪ সালের ৭জুলাই প্রতিষ্ঠাতা সভাপতি মো. মজিবুর রহমান স্বপদে বহাল থাকার যোগ্যতা না থাকায় এবং তার সকল অপরাধ ঢেকে রাখার জন্য  একই কলেজের ছাত্রী এবং তার মেয়ে ফেরদৌসীকে গর্ভনিং বডির সভাপতি নির্বাচিত করেন।

কিন্তু বিধিবাম! গত ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ বাতিল করে। এতে ভেস্তে যায় সাবেক সভাপতি মজিবুর রহমানের সকল স্বপ্ন।

প্রতিষ্ঠাতা সভাপতি মো. মজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।

মুহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, “আমি ২০১৩ সালে এ কলেজ প্রতিষ্ঠা করি। সেসময় থেকেই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে বিধিমোতাবেক দায়িত্ব পালন করে আসছিলাম। কিন্তু সাবেক সভাপতি মজিবুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে তার নিকটতম আত্মীয় ও এনটিআরসি’র ভুয়া নিবন্ধনধারী  মুন্নাছ আলীকে মোটা অংকের টাকার চুক্তিতে অধ্যক্ষ বানানোর আশ্বাস প্রদান করে ১৫লক্ষ টাকা গ্রহণ করে। সেইসাথে আমাকে উক্ত কলেজ থেকে বিধিবহির্ভূত ভাবে জো’রপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে কলেজ থেকে বের করে দেয়ার পাশাপাশি আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ এনে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মি’থ্যাচার করে যার পুরোটাই ছিলো তার সাজানো নাটক।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উক্ত কলেজের সভাপতি মো. আশরাফুল আলম রাসেল ক্রাইম পেট্রোল২৪.কম কে বলেন, ‘ এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দোকান খোলা রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরে ভুয়া মানবাধিকার কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক কাউসার গ্রেপ্তার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

খুলনায় চো’রাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ মহিলা চো’র আটক

ডোমার থানা পুলিশের সফলতা, ৪ লক্ষ জাল টাকাসহ ৫ জন গ্রেফতার

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন

ফুটওভার ব্রিজে কিশোরীকে মারধরের ঘটনায় গ্রেফতার হলো আরেক টিকটক হৃদয়

পঞ্চগড়ে জ্বর ও গলা ব্যথা নিয়ে কিশোরের মৃত্যু