মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫)। সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহি:র্বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসাপাতাল ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের বহি:র্বিভাগের সামনে এসে শেষ হয়।র্যালি শেষে হাসপাতাল মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শেখ সাদেক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোজাম্মেল হক, কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাহাব আহমেদ, ডাঃ ইশরাত শারমিন, মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচারক ডাঃ শ্যামলি সাহা, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আহসান আলী সরকার, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ রামিম ইসলাম ইবনে নূর, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বেনজামিন দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ইনটার্ণ চিকিৎসক ডাঃ হাদিউজ্জামান সেতু।
প্রধান অতিতির বক্তব্যে অধ্যক্ষ সেখ সাদেক আলী বলেন, ‘আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। তাদের ত্যাগকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তবেই আমরা জুলাই বিপ্লবের সত্যিকার সুফল পাবো।’
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, আমাদের যেন অতীতের অবস্থায় আর ফিরে যেতে না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বলেন, এই দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে হবে। তবেই জুলাই বিপ্লবের সুফল পাবো। হাসপাতালের চিকিৎসকদের রোগির সেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার অবস্থান থেকে জুলাই বিপ্লবের স্বপ্ন রক্ষায় কাজ করার আহবান জানান বক্তারা।