আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ, (ড্যাব) জামালপুর জেলা শাখা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে।
ড্যাব জামালপুর শাখা সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে গণমাধ্যমকে জানান, ‘নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্যদের প্ররোচনায় জামালপুর মেডিকেল কলেজের সাধারণ ছাত্র -ছাত্রীদের মিথ্যা ইস্যুতে উত্তেজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলসমুহের প্রবল প্রতিবাদের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ও তার ল্যাসপেন্সাররা পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার প্রক্রিয়াতে লিপ্ত যা অত্যন্ত উদ্বেগজনক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন মিথ্যা ইস্যুতে জামালপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করার ঘৃন্য ষ*ড়যন্ত্র চলমান বলে প্রতিয়মান হয়।’
তিনি আরও জানান, ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ( ড্যাব) জামালপুর জেলা শাখা মনে করে ছাত্র রাজনীতির সুষ্ঠু চর্চা ছাত্রদের অধিকার আদায়ে সচেষ্ট রাখে এবং প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্রকে রুখে দেয়। এছাড়াও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তালিকাভূক্ত নেতাকর্মীকে এহেন প্রাতিষ্ঠানিক অস্থিতিশীলতা তৈরির দায়ে জামালপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ব্যবস্হা গ্রহণ করা উচিত। একই সাথে কোন শিক্ষক কর্মকর্তা যদি একই ধরনের হীন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন তবে সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে এমনটিই বিশ্বাস করেন।’
এছাড়াও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ, (ড্যাব) জামালপুর জেলা শাখা মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখতে ও শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করেন।