আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:
ছোট্ট সোনামণি নুসরাত নুবা’র গানে মুগ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি নুসরাত নুবার পরিবারকে তার বাসায় নিয়ে আসেন এবং ছোট্ট শিশু নুসরাত নুবার হাতে উপহার তুলে দেন ও তার ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করেন । এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও নব নির্বাচিত জামালপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন ছানু
জিএসএম মিজানুর রহমান সহসভাপতি জেলা আওয়ামী লীগ জামালপুর সালে শফি গেন্দা যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ জামালপুর নারায়ণ চন্দ্র পাল রানা সদস্য জেলা আওয়ামী লীগ জামালপুর এবং অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জামালপুর পৌর সভার নির্বাচন প্রচারকালীন “ওহে ছানু ভাই নৌকার মাঝি নাইরে তোমার ভয়” । নুসরাত নূবার কন্ঠে গাওয়া এই গানটি অল্পসময়েই লাখ লাখ ভিউ হয়।