
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার ১২হাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখা ।৯মে ২০২০ শনিবার বিকাল ৩ টায় শহরের মেডিকেল রোড়স্থ বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুরে জেলা শাথার সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান।সংবাদ সম্মেলনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী জানান, দিন দিন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে মালিক সমিতির পক্ষ থেকে সরকারের লকডাউন বৃদ্ধির অনুরোধ করে মরণব্যাধি করোনার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর দাবি জানান তিনি।এ সময় তিনি আরো জানান, সারা জেলা ৪৩টি সংগঠনের ১২হাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন জেলা দোকান মালিক সমিতি। এ সময় ইলেকট্রনিক্স , প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।