আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরে গাঁজার আসর থেকে আট যুবককে আটক করে জেলা কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১৮ নভেম্বর জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় বিএডিসি মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুর রহমানের নেতৃত্বে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া ১৮ নভেম্বর রাত ৯টার দিকে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় বিএডিসি মাঠে মাদকবিরোধী অভিযান চালান। এসময় সেখানে গাঁজার আসর থেকে আট যুবককে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় আটক আট যুবকের মধ্যে জামালপুর শহরের বাগানবাড়ী এলাকার মো. সেলিমের ছেলে সাকিবুল হাসান সজীবকে (২২) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি সাতজনের প্রত্যেককে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
পনের দিনের কারাদণ্ডপ্রাপ্ত সাত যুবকরা হলেন- জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার আমির হোসেনের ছেলে নাহিদুল ইসলাম (২৫), হারুন অর রশিদের ছেলে সোয়ানুর রহমান (২১), রুমেল হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), তারা মিয়ার ছেলে রাহান হোসেন (২৩), মো. খলিলের ছেলে রিদুয়ান (২০), মোবারক হোসেনের ছেলে আল জিহান (২১) ও রুহুল আমিনের ছেলে জোবায়ের ইসলাম (২০)।