
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি সাহায্য সহযোগিতা প্রদানের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সদরের মেষ্টা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক বাবু।গতকাল বৃহস্পতিবার দুপুরে সরকারের বরাদ্দকৃত অসহায় ও দারিদ্র ২শ ৩৯ জন লোকের মাঝে ১০ কেজি করে চাল এবং ব্যক্তিগত তহবিল থেকে ডাল, লবণ, তেল, সাবান,ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আতিকুর রহমান কিনু, আয়েজ উদ্দিন, আছাদুল্লাহসহ আরও অনেকে। পরে মেষ্টা ইউনিয়নে করোনা সন্দেহে লকডাউন হওয়া পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শুধু তাই নয় মেষ্টা ইউনিয়নের যেসব বাড়ি লকডাউনের আওতায় আছে তাদের লকডাউনকালীন চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব নেন চেয়ারম্যান নাজমুল হক বাবু।
এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক বাবু বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মহীন লোকদের জন্য সরকারের বরাদ্দকৃত সকল কিছু সুষ্ঠুভাবে বন্টন করে যাবো। তাছাড়া আমি ব্যক্তিগত ভাবেও যতকুটু পারি সাহায্য সহযোগিতা করে যাবো। লকডাউনের বিষয়ে বলেন, ঢাকা থেকে আসা একজনের সন্দেহজনক করোনা মনে করে আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। যতদিন লকডাউন থাকবে তাদের খাদ্যসহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা আমি করে যাবো।