আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর ডিবি-১ এর অভিযানে ৫০(পঞ্চাশ) গ্রাম হে*রোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে জামালপুর শহরের খুপিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক তিন জনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তারা হলো মোঃ মোশারফ হোসেন(৪০), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-জেলেমন আক্তার, গ্রাম বাওয়ার কুমারজানী উত্তরপাড়া, মির্জাপুর পৌরসভা, মোঃ সালমান মিয়া(২৭), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-রাজিয়া বেগম, গ্রাম-বাওয়ার কুমারজানী উত্তরপাড়া, মির্জাপুর পৌরসভা ও মোঃ রাজু মিয়া(৩৮), পিতা-শরিফ মিয়া, মাতা-মৃত নাগিনা বেগম, গ্রাম-বাওয়ার কুমারজানী বাইপাস, মির্জাপুর পৌরসভা, গ্রাম বংশাই রোড, মির্জাপুর বাজার জেলা-টাঙ্গাইল।
সূত্রটি আরও জানায়, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় এক বিশেষ অভিযানে এসআই(নিঃ)/মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মা*দক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে ২২ জানুয়ারি বুধবার জামালপুর সদর থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১)এর ২৯(গ)/৪১ ধারায় একটি মামলা করা হয়। মামলা নং ৪৮। পরে গ্রেপ্তার আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়।