আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গলায় আপেলের টুকরা আটকে হযরত আলী নামে দেড় বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ আগস্ট ২০২১ বুধবার বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।শিশুটি জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
সূত্রে জানা গেছে, শিশুটির নানাবাড়ি ইসলামপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামে। গত কয়েক দিন আগে মা-বাবার সাথে সে নানাবাড়িতে বেড়াতে যায়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি একটি আপেল খাচ্ছিল। এ সময় আপেলের ১টি টুকরো তার গলায় আটকে যায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন ।
এই বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহসীনা বেগম গণমাধ্যমেকে বলেন, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। অপরদিকে শিশুটির মর্মান্তিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।