
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ২৩ জুন ২০২০ জামালপুর: জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৫০৩ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে বিগত দুই দিনে প্রতি ঘন্টায় প্রায় আরও একজন করে অর্থাৎ ৪৮ ঘন্টায় ৪৭জন করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রথম ধাপে মোট ২৪ জন এবং সর্বশেষ ধাপের প্রতিবেদনে আরও ২৩জন মোট ৪৭জন করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রথম ধাপে ইসলামপুর উপজেলায় ৫ জন, মাদারগঞ্জ ২জন সরিষাবাড়ী ২, সদরে ১৫ জন সংক্রমণ শনাক্ত হয়েছে। দ্বিতীয় ও সর্বশেষ ধাপে ২৩জনের মধ্যে ইসলামপুর উপজেলায় ৩জন মাদারগঞ্জ ২, বকশীগঞ্জ ১,সরিষাবাড়ী ১, সদর ১৬)। উল্লেখ্য , পূর্ব দিনের রিপোর্ট হতে আরও ৭ জন শনাক্ত সংযোজন করা হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫০৩ জনের মধ্যে সরিষাবাড়ী ৪৩, মেলান্দহ ৭৪, মাদারগঞ্জ ৩৫, বকশীগঞ্জ ৪৮, দেওয়ানগঞ্জ ৩৩, ইসলামপুর ৯৬, সদর উপজেলায় ১৭৪জন। সর্বশেষ সুস্থ ৬ (হোম আইসোলেশন), সর্বমোট সুস্থ ২০৭। সর্বশেষ মৃত্যু ১ (মাদারগঞ্জ), সর্বমোট মৃত্যু ৭ (চিকিৎসাধীন ৪ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ১, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৩ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১)। মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)। সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১০৩। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ১০৩। সর্বশেষ নমুনা সংগ্রহ ৯২, মোট নমুনা সংগ্রহ ৫৪৬৮। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৬, ছাড়পত্র ১৩৫। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৬০, ছাড়পত্র ৬৬। মোট হোম কোয়ারেন্টিন ১৬৭৫, মোট ছাড়পত্র ১৪৭৫, বর্তমানে মোট অবস্থান ২০০।