
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলায় অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জামালপুর জিলা স্কুল এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সকল অনলাইন ক্লাস পরিচালনা করছেন। জেলা প্রশাসক জেলার সকল বিদ্যালয়কে এ সকল ক্লাস অনুসরণ করার অনুরোধ করেন। এ বিষয়টি তদারকি করার জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দকে তিনি অনুরোধ করেন। আপাতত ইউটিউব ও ফেসবুকে এ সকল ক্লাস পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই এ সকল ক্লাস জেলা প্রশাসনের ওয়েবসাইটে আরো সুসজ্জিতভাবে উপস্থাপন করা হবে যাতে করে কোন শিক্ষার্থী তার প্রয়োজনীয় ক্লাসটি সহজে খুঁজে পায়। আমাদের লক্ষ্য থাকবে এই করনা কালীন সময় শিক্ষার্থিরা যাতে যথাযথ শিক্ষাগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয় । এছাড়া জামালপুর জেলার শতভাগ শিক্ষার্থীর নিকট অনলাইন পাঠদানকে পৌঁছে দিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।