আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১ হাজার ৪০০পিস ইয়াবাসহ মো. ফুল মিয়া (৩২) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৩ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরহাদ আলীর নেতৃত্বে বুধবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামে মতিউর রহমান নার্সারীর সামনে পাকা রাস্তার ওপর তল্লাশি চৌকি বসানো হয়। সকাল সাড়ে ১১টার দিকে জেলার রৌমারী উপজেলা রাজীবপুর থেকে বকশীগঞ্জের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী একটি সিএনজিতে তল্লাশি চালায় পুলিশ। যাহার রেজিঃ নং-শেরপুর থ-১১-০০৩৬ এ সময় মাদক ব্যবসায়ী ওই সিএনজিতে যাত্রীর আসনে বসা মো. ফুল মিয়াকে নামিয়ে তল্লাশির সময় তার পরনের লুঙ্গির বাম কোচ থেকে ৩টি প্যাকেট থেকে সর্বমোট ১৪০০ পিস ইয়াবা জব্দ করা হয় যার ওজন ১৪০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।
গ্রেফতার মো. ফুল মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের মোঃ বেলায়েত হোসেনের ছেলে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ময়নুল ইসলাম বলেন, গ্রেফতার মোঃ ফুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হবে।