ক্রাইম পেট্রোল ডেস্কঃ
রোজ কেয়ামতে ফেরেশতাদের নেতা হযরত জিব্রাঈল (আঃ) বেহেশত থেকে একটি বোরাক নিয়ে হাশর ময়দানে উপস্থিত হবেন। এটা দেখে অন্যান্য ফেরেশতাগণ তাঁকে জিজ্ঞেস করবেন, ওহে সরদার! এটা কার জন্য আনা হয়েছে? জবাবে জিব্রাঈল (আঃ) বলবেন, এটা তাদের জন্য আনা হয়েছে, জীবনে যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি অন্ততঃ কিছু সংখ্যকবার পাঠ করেছে। এ বোরাকে চড়ে সে হযরত রাসূলে করীম (স.) এর নিকট গমন করবে এবং তাঁর সাথে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। ( ইরমাদুত্তালেবীন)
হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রত্যহ অন্ততঃ একুশ বার নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে; আসমানের দিকে তাকিয়ে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে, করুণার আধার আল্লাহ তাআলা কৃপাগুণে তার গুনাহরাশি মুহূর্তে ক্ষমা করে দিবেন।
দোয়াটি হলোঃ আশহাদু লাকা ইন্নাকা রাব্বুন খালিকুন আল্লাহুম্মাগ্ ফির লি।