
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জামালপুর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্তকরণ করা হয়েছে।
“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যে জামারপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার ব্যবস্থাপনায় ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার জামালপুর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
পরে পুলিশ সুপার জেলার সকল থানার অফিসার ইনচার্জদের থানা কম্পাউন্ডের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করার নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ।