নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার(২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের বুড়িতিস্তা নদীর চর হলদীবাড়ী গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার আব্দুর রহমানের ছেলে একরামুল হক (৩৩) ও সাফিন মিয়া (২৪)।
অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)রুহুল আমিন জানান, গোপন সংবাদে অভিযান চালালে ৫৮ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার(৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।