
আলী হোসেন খাঁন, জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্ম ত্যাগ করে সম্পদ দাস নামের এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি চট্রগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচলাইশ চকবাজার এলাকার কাতালগঞ্জ-রাধামাধব আখড়া গ্রামের পরিমল দাসের ছেলে। ২৭ ডিসেম্বর শুক্রবার জগন্নাথপুর পৌর সদরের আছাবুন্নেছা জামে মসজিদে হাফিজ রহমত উল্লার হাত ধরে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সনাতন ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সম্পদ দাসের বর্তমান নাম রাখা হয়েছে মোঃ আবদুর রহমান। এ সময় শতশত ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন এবং সাধ্য অনুযায়ী সবাই তাকে আর্থিক সহযোগিতা করেছেন। এর আগে তিনি সুনামগঞ্জ আদালতে হলফনামার মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন