
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমার চিলাহাটিতে সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকারের নিজ উদ্যোগে পথোচারীদের মাঝে মাস্ক ও করোনা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপিল) সকাল ৯টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আশপাশ এলাকা ও চিলাহাটি বাজারে পথচারীদের মাঝে প্রায় ৫ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, ভোগডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহিদুল হোসেন লিটন, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নোমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার এর আগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় ওজুখানা নির্মাণ, পানির ট্যাংকী বিতরণ, এতিম ছাত্রদের পোশাক বিতরণসহ নানামূখী সামাজিক উন্নয়নমূলক কাজ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন সময় অসহায় মানুুুুষের সাহায্যার্থে এগিয়ে আসেন তিনি।