ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কুমিল্লার চান্দিনায় পিকআপভর্তি ফেন্সিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা ভোলা মনির (৩৬) সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে তাদের আটক করা হয়।মোহাম্মদ মনির ওরফে ভোলা মনির উপজেলা সদরের হারং এলাকার মৃত আব্দুল বারেক এর ছেলে। সে চান্দিনা পৌর আওয়ামী লীগ সদস্য ও পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ মোবারকপুর গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে মো. জহির (২৩)।
এ সময় তাদের কাছ থেকে ২৭৯ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ জব্দ করা হয়
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপে করে মাদক পরিবহণ করার সময় থানার এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।