
জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন শহর এই প্রতিপাদ্যের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নসহ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কর্তৃপক্ষ ও পার্ক গেইট ইজারাদারগণের যৌথ উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর বিকাল ৪ থেকে ৫ পর্যন্ত ঝাঁড়ু দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়েছে। অভিযানের সময় দেখা যায়,পার্ক কর্তৃপক্ষ ও ইজারাদারগণের যৌথ উদ্যোগে পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। তবে পরিস্কার কাজটি পার্কের ভিতরে প্রবেশ গেইট থেকে শুরু করে বঙ্গবন্ধুর ম্যুরাল, ক্যানন্টিং ও ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিশাল এলাকাজুড়ে ঝাঁড়ু দিয়ে পরিস্কার করা হয়।উক্ত পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন,রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মালেক শেখ,বন্যপ্রাণি চিকিৎসক ডা.মোস্তাফিজুর রহমান। ইজারাদার গণের মধ্যে ছিলেন হাসানুল ইসলাম আদর,মাস্টার সরওয়ার আলম,ডুলাহাজারা ইউপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মনছুর আলম ও মিজানুর রহমান সহ পার্কের কর্মরত ৭/৮ জন বনকর্মী। অভিযান শেষে উপস্থিত সকলের উদ্দেশে রেঞ্জ কর্মকর্তা মো.আব্দুল মালেক শেখ বলেন, ২০১৯ সালের শেষের দিকে ২০২০ বর্ষে পর্দাপন উপলক্ষে মুজিবীয় বর্ষ হিসেবে গণ্য করে মহান বিজযয়ের মাসে পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন শহর প্রতিপাদ্যের অংশ হিসেবে আজকের পরিস্কার- পরিচ্ছন্ন অভিযান পরিচালনার যৌথ উদ্যোগ গ্রহণ করেই সফলভাবে কাজটি সম্পন্ন করেছি।এছাড়া পরিস্কার -পরিচ্ছন্নতা ঈমানের একটি অঙ্গও বটে।সুতরাং আজকের শুরু করা এই অভিযানটি প্রতি সপ্তাহে একবার করার প্রক্রিয়াটি চালু রাখবেন বলে উল্লেখ করেন এ কর্মকর্তা।