crimepatrol24
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৪, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ
চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

 

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় বৃহত্তম সেচ প্রকল্প বাঘগুজারা রাবার ড্যামের একটি স্প্যানের রাবার ছিঁড়ে সেচ প্রকল্পের ভিতরে জোয়ারের লবণ পানি ঢুকে পড়ছে। ফলে বোরো চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে দাবি চাষীদের।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানির অতিরিক্ত চাপে চকরিয়া বাগ গুজারা রাবার ড্যামের ২নং স্প্যানের রাবার ছিঁড়ে গিয়ে সেচ প্রকল্পের ভেতরে শো-শো করে লবন পানি ঢুকে পড়ছে। এতে এই অঞ্চলের বোরো চাষের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
বরইতলী এলাকার কৃষক শওকত ওসমান বলেন, বাগ গুজারা রাবার ড্যামের আওতায় বরইতলী, বিএমচর ও কোনাখালীর ব্যাপক এলাকা জুড়ে বোরোধান ও মৌসুমী ক্ষেত ও বিভিন্ন ধরনের তরিতরকারির চাষাবাদ হয়ে থাকে।এসব এলাকার বোরোধান ঘরে তুলতে আরও এক-দেড় মাসের মতো সময় লাগবে। এ অবস্থায় যদি সেচ প্রকল্পের মিষ্টি পানির সাথে লবনাক্ত লোনা পানি মিশে যায়, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

কোনাখালী এলাকার কৃষক মোস্তাক আহমদ জানান, কোনাখালী এলাকায় বোরো মৌসুমের চাষাবাদ একটু দেরিতে শুরু হয়।এই মুহূর্তে লবন পানি ঢুকে পড়লে তাদের মাঠে মরা ছাড়া কোন উপায় থাকবে না।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হায়দার  বলেন, বাগ গুজারা রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতায় কোনাখালী, ভেওলা মানিকচর, বহদ্দারকাটা, কৈয়ারবিল, পুর্ব বড় ভেওলা ও বরইতলী ইউনিয়নের প্রায় চার হাজার দুইশত হেক্টর জমিতে চাষাবাদ হয়। বছরের এই সময়ে মিঠা পানির সাথে লবন পানি মিশ্রিত হয়ে পড়লে প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই রাবার ড্যামের স্পেন ছিঁড়ে যাওয়া রাবার দ্রুত মেরামতের ব্যবস্থা নিতে তিনি সোমবার দুপুরেই কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেন।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জামাল মোর্শেদ জানান, নদীতে জোয়ারের পানি বেশি হওয়ায় বাগ গুজারা রাবার ড্যামের দুই নং স্প্যানের রাবারের কিছু অংশ ফেটে গিয়ে রাবারের ভেতরে থাকা পানি বের হয়ে আসছে এবং রাবারের উপর দিয়ে লবন পানি সেচ প্রকল্পের ভেতরে প্রবেশ করছে। জোয়ারের পানিতে স্প্যানের ছিঁড়ে যাওয়া রাবার মেরামত করা কঠিন হলেও দ্রুত মেরামতের ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, বাগগুজারা রাবার ড্যামের ভেতরে লবন পানি ঢুকার বিষয়ে জানতে পেরেছি। দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন বলে জানান।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল