
জিয়াউল হক জিয়া, চকরিয়াঃ চকরিয়া উপজেলার বমু-বিলছড়ি ইউনিয়নে মানবতার সংগঠন ধ্রুবতারা রক্তদান সংস্হা কর্তৃক শহিদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়েরর হল রুমে মাদক ও বাল্য বিবাহ শীর্ষক সচেতনতামূলক আলোচনা আজ বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি প্রধান শিক্ষক নুরুল মোস্তফা সভাপতিত্বে সঞ্চলনা করেন,অত্র সংগঠনের সভাপতি নুরুল আবছার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ইউনিয়ন আ’লীগের সম্পাদক নুরুল ইসলাম।
সংগঠনের সভাপতি মোঃ নুরুল আবছার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি ,এর থেকে আমাদের দূরে সরে আসতে হবে।অন্যথায় সমাজ বা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সে জন্য বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ হচ্ছে এমন খবর শোনা মাত্র প্রশাসনকে অবহিত করা একান্ত কর্তব্য।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন,আজকের শিশু আগামীর ভবিষ্যত।তাই সুন্দর দেশ গঠনে ছাত্র সমাজের ভুমিকা প্রসংশনীয়। তিনি ধ্রুবতারা রক্তদান সংগঠনের ভুয়সী প্রসংশা করেন এবং সংগঠনের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে নুরুল মোস্তফা বলেন, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি।মাদক সেবন কারী সমাজের বোঝা।বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে আজ মানুষ মাদকের সাথে জড়িয়ে পড়ছে।তিনি সবাইক মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করার আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।