ক্রাইম পেট্রোল ডেস্ক>> কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী মোঃ ইউনুসকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী শুক্রবার এক প্রেস ব্রিফিং এ জানান, গত ২ জুন বিকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ গর্জনতলী এলাকায় বিয়ের দাওয়াত দিয়ে নিয়ে পানির সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে।চিকিৎসকের দেওয়া রিপোর্ট মতে কিশোরী ধর্ষিত হয়।এবিষয়ে কিশোরী মা বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।এরপর থেকে মামলার অভিযুক্ত আসামীদের ধরতে অভিযান পরিচালনা করেন র্যাব-১৫ এর একটি টিম। এই টিমের অব্যাহত অভিযানের ফলে গত ১৩ জুন দিবাগত রাত ১১ টার দিকে পরিকল্পনাকারী রোকসানা আক্তারকে গর্জনতলী এলাকা থেকে আটক করি। পরে দীর্ঘ ২২ দিন চেষ্টা পর ধর্ষণের প্রধান আসামীকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে আটক করা হয়।