
জিয়াউল হক জিয়া,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি)>>
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মিলে ৫১৬জন প্রার্থী মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন।তৃতীয় ধাপের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
চকরিয়ার ১০টি ইউনিয়নগুলো হলো বদরখালী, কোনাখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া, সাহারবিল, কৈয়ারবিল, লক্ষ্যারচর ও কাকারা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়,মঙ্গলবার পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল।এতে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮৩ জনসহ সর্বমোট ৫৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ১০ জন (দুজন নারীসহ), জাতীয় পার্টির ৩ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজনসহ তিন দলের ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৮ জন প্রার্থী। ইউনিয়নগুলোতে দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপিসমর্থিত প্রার্থীরা। এছাড়াও একটি ইউনিয়নে জামায়াতসমর্থিত প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে প্রথমে ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।অনুষ্ঠেয় ইউনিয়নের মধ্যে লক্ষ্যারচর ও সাহারবিল ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। বাকি ৮ ইউনিয়নে হবে কাগজের ব্যালটে। তফসিল অনুযায়ী আগামী ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১নভেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন।