
জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ এহ্ছানুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা এহেছানুল হক আজ সোমবার সকাল ৭টা ৩০ মিনিটের সময় রোগাক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি””””””””””””” রাজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৬৫) বছর। তিনি চকরিয়া উপজেলার পূর্ব-বড় ভেওলা ইউনিয়নের ফজরহমান, সিকদার পাড়া গ্রামের মাওলানা মরহুম ইছহাক আহমদের পুত্র। আজ সোমবার (২৩ ডিসেম্বর) পবিত্র আছরের নামাজের পর পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জিএএন মিশেনারী উচ্চ বিদ্যালয়ের মাঠে(শামশু মিয়ার বাজার) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে মরহুমকে স্হানীয় সামাজিক কবর স্হানে দাফন করা হয়।