জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ চট্রগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ নামক স্থানে ঢাকাগামী সৌদিয়া বাসের ধাক্কায় সিএনজি গাড়ী ধুমড়ে-মুচড়ে গিয়ে ঝরল এক পরিবারের পিতা ও পুত্রের প্রাণ।এতে মা ছেলেসহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের সময় মর্মান্তিক এ দুঘটনা ঘটেছে। নিহতরা হলেন,চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেতালিয়া পাড়া গ্রামের ছাবের আহমদের পুত্র নুরুর আলম নুরু ড্রাইভার(৩৫) ও তার ছেলে মো.মঈনুর আলম(৮)।আহত হন, নিহত নুরুর স্ত্রী মইকুন্নাহার(২৮) ও তার ছোট ছেলে মো. নকিব(৫) এবং মামাতো ভাই নাদির হোসেনের পুত্র নুরুল আলম(২৫)।
পরিবার সূত্রে জানা যায়,নিহত নুরু ড্রাইভার সপরিবারে তার ভায়ে রার বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুঘটনা সম্মুখীন হয়ে মারা যায়।তবে তার স্ত্রী, ছোট ছেলে সহ মামাতো ভাই গুরুতর আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের ছোট ছেলে নকিবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান। এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনর্চাজ (ইন্সপেক্টর) মো. শফিউল আলম বলেন, দুঘটনা কবলিত সৌদিয়া বাস ও সিএনজি আটক করে ফাড়িঁর হেফাজতে রাখা হয়েছে।নিহত পিতা ও পুত্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।আহতদেরকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।