
জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। চকরিয়ার বেসরকারি সংস্থা এসএআরপিভি (সোসাল এ্যাসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল)’র পিএইচআরপিবিডি প্রকল্পের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। এদিন সকালে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রতিবন্ধী ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এনজিও কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে এক আলোচনা সভা এসএআরপিভি’র চকরিয়া পৌরসভাস্থ ভরামুহুরীর কার্যালয়ে এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে ও পিএইচআরপিবিডি প্রকল্পের রিসোর্স পার্সন ইয়াছমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা গণেশ জাদব, কামরুল হাসান, আইড়িয়া প্রকল্পের আক্তার কামাল মিরাজ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, চকরিয়ায় ৫০জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃষি উপকরণ দেয়া হবে। পশ্চিম বড়ভেওলা এবং বদরখালী ইউনিয়নে যাদের বাড়ি -ঘর নেই এই রকম ১০জন প্রতিবন্ধী ব্যক্তিকে বসত নির্মাণ করে দেয়া হবে। ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হবে।
বিশেষ অতিথি জেসমিন হক জেসী বলেন, ২০জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান করা হবে।
গণেশ জাদব বলেন, ১% সুদে ১০জন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ঋণ দেয়া হবে।