মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক ও চালকের সহকারী নি*হত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর ) ভোর ৫ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আলিশা ফুড এন্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , বুধবার ভোরের দিকে পঞ্চগড়ের বোদা থেকে বগুড়া – শেরপুরগামী একটি ধানবাহী ঢাকা মেট্রো- ট- ১৩-৪২৫৪ ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আলিশা ফুড এন্ড বেভারেজের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত পরিচয় ট্রাকের পিছনে ধাক্কা দেয়৷ এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলেই চালক নিহত হয় ও চালকের সহকারী গুরুতর আ*হত হয়। আ*হত হেলপারকে উদ্ধার করে স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।
নিহত ট্রাক চালক হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলা সদরের ইসমাইল হোসেন (৬০) ও নিহত চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৫)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’