মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপির ডাকা দু’দিনের অ’বরোধের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শ্রমিকরা।
সোমবার দুপুরে পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত ২৪৫ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এতে শ্রমিক সংগঠনটির সভাপতি শাহিন আকতারের নেতৃত্বে প্রায় শতাধিক শ্রমিক থানা মোড় ও ওসমানপুর উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়ক প্রদক্ষিণ করে।
অর্ধ শতাধিক মোটরসাইকেলযোগে এই প্রতিবাদ বি’ক্ষোভে বিএনপির ডাকা সর্বাত্মক অ’বরোধের প্রতিবাদে নানা রকম স্লোগান দেন সাধারণ শ্রমিকরা।
২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন আকতার বলেন, ‘যেকোনো রাজনৈতিক দল হ’রতাল কিংবা অ’বরোধের ডাক দিলে প্রথম প্রভাব পড়ে শ্রমিকদের উপর। যানবাহন বন্ধ থাকায় পরিবার নিয়ে অর্ধাহারে থাকতে হয় সাধারণ শ্রমিকদের। তাই বিএনপির ডাকা লাগাতার অ’বরোধ ও হ’রতালের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সড়কে যানবাহন বন্ধ রাখতে হয়, এমন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।