দিলীপ কুমার দাস(ময়মনসিংহ প্রতিনিধি) :
রবিবার (২০ জুনÑ২০২১) গৌরীপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবু মেঘলাল মন্ডল পিআরএল গ্রহণ করলেন।
জানা গেছে, দীর্ঘ ২৯ বৎসর সরকারি দায়িত্ব পালনের পর নীতিমালা অনুযায়ী তিনি আগামীকাল থেকে পরবর্তী ১(এক) বৎসর পর্যন্ত পিআরএল ভোগ করবেন এবং ২০ জুন ২০২২ সম্পূর্ণভাবে রিটায়ারমেণ্ট বা অবসর গ্রহণ করবেন। সদ্য পিআরএল গ্রহণকারী মেঘলাল মন্ডল সরকারি দায়িত্ব পালনকালে গৌরীপুর হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে ২(দুই) বার অবস্থান করেছেন। ইতোমধ্যে একাধিক সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলাপকালে জানা গেছে, তিনি চাকুরি কালীন হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সেবা গ্রহণ করতে আসা সকলের সহিত আচার আচরণে নম্র ও বিনয়ী ছিলেন। সুশৃঙ্খল এবং স্বচ্ছতাসহ বিগত দিনগুলো অতিবাহিত করে সুনাম অক্ষুন্ন রেখে পিআরএল-এ যেতে পেরেছেন।