
শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি : করোনা ভাইরাস মহামারীর সংক্রমণ বেড়ে যাওয়ায় দু’টি জোন ভিত্তিক বিভক্ত করে পৌরসভার ৬নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ডের ঘোষপাড়া ও প্রগতি পাড়া এবং ৮নং ওয়ার্ডের পান্থা পাড়া ও গোরস্থান পাড়া এবং ৫নং ওয়ার্ড এর হীড়কপাড়া, প্রধানপাড়া এ সকল এলাকা রেড জোন। এছাড়াও সাপমারা ইউনিয়নের কামারপাড়া, চকরহিমারপুর, মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর, তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রাম ইউয়োলো জোন হিসাবে আজ সকাল থেকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন কার্যক্রম চলছে। ১৫ জুন দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার কাঁচা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের নেতৃত্বে মনিটরিং টিম চলমান লকডাউন কার্যক্রম মনিটরিং করেছেন। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন নুজহাত হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মনিটরিং টিম সরকারী নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও চলমান লকডাউন কার্যক্রম মেনে চলতে সকলকে আহবান জানান। অন্যথায় সরকারি নির্দেশনা অমান্যকারী, স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্যকারীদের আইননের আওতায় আনা হবে বলে জানান।