
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ চুরি, ছিনতাই, সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর দিঙ নির্দেশনায় , গাইবান্ধার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম, এস আই নওশাদ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন । অভিযান পরিচালনার সময় আন্তঃ জেলার মোটরসাইকেল চুরি চক্রের ৮ সদস্যকে আটক করেন । আটকরা হলেন জামাত আলী( ৪৫) পিতা মৃত হাকিমুদ্দিন সাং বৈস্যনাথ । আমিনুল ইসলাম (৫১) মেম্বর পিতা হাকিমুদ্দিন সাং ছানদিয়াপুর । মোঃ আব্দুল্লা আল মামুন মিঠু (৫২) পিতা মৃত মতিন সরকার সাং নিচপাড়া সকলের থানা সাদুল্লাপুর ও আম সামাদ (৫০) পিতা মৃত কামাল উদ্দিন সাং শাল বাড়িয়া থানা জেলা পাবনা । আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, পাবনা জেলার আসামী সামাদের বাড়ি হতে অদ্য ইং ১৬.৭.২০২০ তারিখ সকাল ৭. ০০ টায় সুন্দরগঞ্জ থানা এলাকা হতে চুরি হওয়া মোটরসাইকেল বাজাজ CT-100.ও বাজাজ প্লাটিনা-১০০ উদ্ধার করেন পুলিশ। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায় । ডিবির অপর একটি টিম ফুলছড়ি থানা এলাকার বাগবাড়ি এলাকা হতে সাইদুল ইসলাম (৩০) পিতা আনসার আলী, মোঃ জাহিদুল ইসলাম (২২) পিতা মোহম্মদ আলী, মোঃ আবু হাসেম (৩৮) পিতা মোঃ খায়রুজ্জামান সকলের সাং খন্চা পাড়া। মোঃ খালেক (৩১) পিতা মোঃ কোরবান আলী সাং দিলাবাড়ি সকলের থানা ফুলছড়ি জেলা গাইবান্ধা । আটক চোরাইমটর সাইকেল টিভিএস মেট্রো -১০০ সিসি আসামী আবু হাসেমের বাড়ি হতে উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।