
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মন্দির কমিটির সভাপতির উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অতি বর্ষণের কারণে সুন্দরগঞ্জের ধর্মপুর সংযোগ গাইবান্ধা গ্রামীণ পল্লী হাইওয়ের প্রত্যাশিত তিস্তা ব্রিজের জনগুরুত্বপূর্ণ শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর সংযোগ-সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার কারণে ধর্মপুর রাধা গোবিন্দ (নাট) মন্দির কমিটির সভাপতি বাবু কমলেশ চন্দ্রের নিজস্ব উদ্যোগে স্থানীয়দের সহায়তায় ধর্মপুর বাজার হতে ম্যাচের ঘাট ব্রিজ পর্যন্ত সংস্কার কাজ করা হচ্ছে। প্রায় ২ কিলোমিটার রাস্তায় ইটের রাবিশ দিয়ে সংস্কার করছেন। বিগত ২০১৯ সালের ২৪ আগস্ট সংসদসদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ওই মন্দিরটি উদ্বোধন করেন। মন্দিরটিতে প্রতি বছর বেশ বড় ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এজন্য যোগাযোগের দিক দিয়ে রাস্তাটি অধিক গুরত্বপূর্ণ। বিশেষ করে পথচারীদের চলাচলের জন্যও রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ।
ওই এলাকার পথচারী আলহাজ্ব ডা. ফজলার রহমান বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। কাদায় পরিপূর্ণ হয়ে যায় গোটা রাস্তা। যতদিন না এই রাস্তাটির স্থায়ী উন্নয়ন হবে ততদিন বৃষ্টি এলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে । এ কারণে এমপি শামীমের নিকট এই এলাকার মানুষের প্রাণের দাবি রাস্তাটির দ্রুত স্থায়িভাবে উন্নয়ন করার।