পঞ্চগড় প্রতিনিধি।।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হা*মলা ও নির্মম গ*ণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা গ*ণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বাংলাদেশ ছাত্র শিবির, ঈমান আকীদা রক্ষা কমিটি’র ব্যানারসহ বেশ কয়েকটি ব্যানারে মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে গিয়ে শেষ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলের হা*মলা ও নির্মম গ*ণহত্যার প্রতিবাদ জানান। এ সময় সহস্রাধিক মুসল্লী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।