ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র সদর থানা পুলিশের অভিযানে ১০০ লিটার চো’লাইমদসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আজ রোববার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে। খুলনা সদর থানা পুলিশ ১৯ অক্টোবর রাত্রে খুলনা সদর থানাধীন বার্মাশীল এলাকা হতে ১. মোঃ জাহাঙ্গীর হোসেন(৪৫), পিতা-মৃত: ছাগীর খান, সাং-খালিশপুর ৩নং ক্যাম্প, থানা-খালিশপুর, ২. মাসুদ শেখ(৪৫), পিতা-মৃত: বুলু দফাদার, সাং-ইখড়ি, থানা-তেরখাদা, জেলা-খুলনা, ৩. মাজহারুল ইসলাম(৪৪), পিতা-মৃত: আঃ রাজ্জাক তরফদার, সাং-নাচুনিয়া, থানা-তেরখাদা, জেলা-খুলনা, ৪. মোঃ সাইফুল ইসলাম(২২), পিতা-মোঃ সেলিম হোসেন, সাং-লবণচরা সুইচগেট, থানা-লবণচরা, খুলনা এবং ৫) মানিক শেখ(২৪), পিতা-মৃত: আনছার শেখ, সাং-খলিশখালী, থানা-তালা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-বাগমারা, থানা-রুপসা, জেলা-খুলনাদের’কে ১০০ লিটার চোলাই ম’দসহ হাতেনাতে গ্রেফতার করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।