ক্রাইম পেট্রোল ডেস্ক:
খুলনা রেলওয়ে পুলিশের উদ্যোগে পানি শূন্যতারোধে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ রোববার খুলনা রেলওয়ে পুলিশ সুপার মো. রবিউল হাসান এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে খুলনাসহ সারা দেশের মানুষ। তখনও ট্রেনে, রেল স্টেশন ও আশপাশের এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে খুলনা রেলওয়ে পুলিশ।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার মো. রবিউল হাসান এর নির্দেশে গ্রীষ্মের এই প্রচন্ড তাপদাহে রেলযাত্রী ও রেল স্টেশনে আগত দর্শনার্থী, রিক্সা চালক ভাইয়েরা যেন পানিশূন্যতায় না ভোগে এবং তাদের ক্লান্তি দূর করার জন্য তাদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।