
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) নাজমুল @সানি (১৯), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-শিপইয়ার্ড চৌধুরী রোড, “মা” ভিলা, থানা-লবণচরা; ২) মোঃ হাসান(২০), পিতা-মোঃ ইউনুস হাওলাদার, সাং-শিপইয়ার্ড চৌধুরী রোড, মোঃ ইউসুফ আলী @মন্টু এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-লবণচরা; ৩) পলাশ হোসেন(২৮), পিতা-মহিউদ্দিন, সাং-নাটুয়ার পাড়া, থানা কাজিপুর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-বৈকালী ঝুড়িভিটা, বাদলের বাড়ী, থানা-খালিশপুর; ৪) মোঃ মুহিব খান(২৩), পিতা-মৃতঃ আলম খান, সাং-পাবলা খানপাড়া, থানা-দৌলতপুর; ৫) মোসাঃ মনজিলা(৩০), পিতা- মোঃ সাফায়েত মোল্যা, সাং-পাবলা দত্তবাড়ী, থানা-দৌলতপুর এবং ৬) মোঃ আল ইমরান খান(২৩), পিতা-কে এম শহিদুল হক দুলাল খান, সাং-আরামবাগ লিচুপাড়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জদের কে খুলনা মহানগর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৩৩ বোতল ফেন্সিডিল এবং ৪৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।