
ক্রাইম পেট্রোল ডেস্ক : খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ বোতল ফেন্সিডিল এবং ৬৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
আজ বৃহস্পতিবার কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর),মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ০১) মোঃ একরাম তালুকদার(২২), পিতা-মোঃ নাসির তালুকদার, সাং-পুকুরিয়া তালুকদার বাড়ী, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর, এ/পি সাং- ০৪ নং ঘাট কলোনী, রেলওয়ে সরকারী জায়গায় রিপনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলনা সদর; ০২) মোঃ ইব্রাহিম(২৩), পিতা-কাঞ্চন হাওলাদার, সাং-দারুল হুদা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-গোবরচাকা নবীনগর হাতেম আলী সড়ক আঃ মান্নান এর বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ০৩) মোঃ নাজিম উদ্দীন(৬০), পিতা-মৃত: ইসমাইল দালাল, সাং-ভাদিয়ালী দক্ষিণপাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা এবং ০৪) আরিফ(৩০), পিতা-সোহরাব শেখ @ আঃ মান্নান, সাং-বড় বড়ইয়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-হোল্ডি নং-৩৩ বসুপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১১ বোতল ফেন্সিডিল এবং ৬৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।